মঙ্গলবার সকালেই সুনীতার পরিবার সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে, মেয়ে নিরাপদে ফেরায় তারা খুশি। মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটির কারণে অপ্রত্যাশিত ভাবে দীর্ঘ ন’মাস মহাকাশে থাকার পর নিরাপদে পৃথিবীতে ফিরেছেন সুনীতা। ‘ঘরের মেয়ে’র ফেরা নিয়ে উচ্ছ্বসিত ভারতবাসীও। ‘ক্রু ড্রাগন’ মাটি ছুঁতেই আনন্দের জোয়ারে ভেসেছে সুনীতার পৈতৃক গ্রাম, গুজরাতের মেহসানা জেলার ঝুলাসন। আতশবাজি ফাটিয়ে, নেচে, গেয়ে সেই মাহেন্দ্রক্ষণ উদ্যাপন করা শুরু করে দিয়েছেন গ্রামবাসী।