দিল্লির সব পথকুকুরকে তুলে নিয়ে গিয়ে রাখতে হবে আশ্রয়কেন্দ্রে। সুপ্রিম কোর্টের এই নির্দেশে প্রতিবাদের ঝড় উঠেছিল দেশ জুড়ে। সেই নির্দেশ স্থগিত রেখে নতুন রায় দিল শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ। পশুপ্রেমীদের একাংশের মত, নতুন রায়ে ভারসাম্য রক্ষা হল। কী বলল সুপ্রিম কোর্ট? সুপ্রিম নির্দেশের পর কী বলছে জনতা?