২০২১ সালে দ্বিতীয় বারের মতো তালিবান সরকার ক্ষমতায় আসার পর আফগানিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিল ভারত। তার পর থেকে ধীরে ধীরে ফের কূটনীতির রাস্তা খুলেছিল নয়াদিল্লি। ইদানীং সেই পালে জোরালো হাওয়া লেগেছে। রাষ্ট্রপুঞ্জের থেকে বিশেষ ছাড়পত্র নিয়ে আট দিনের ভারত সফরে তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। কেন তালিবানের বন্ধু হতে চাইছে ভারত? আফগানিস্তানে কী স্বার্থ নয়াদিল্লির?