২৪ বছরে এই নিয়ে দু’বার দুর্ঘটনার কবলে তেজস। ২৩ বছর আগে জয়সলমেরে প্রথমবার ভেঙে পড়ে তেজস। দ্বিতীয়বার দুর্ঘটনা দুবাইয়ে। সিঙ্গল ইঞ্জিন এয়ারক্রাফ্ট, এক জন চালক। ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের যুদ্ধবিমান। যুদ্ধ ছাড়াও বিবিধ ভূমিকায় পারদর্শী। এখনও পর্যন্ত ১০ হাজারের উপরে সফল উড়ানের রেকর্ড রয়েছে এই স্বদেশী যুদ্ধবিমানের। পাকিস্তানে সন্ত্রাস ঘাঁটি ধংসে অপারেশন সিঁদুরেও সুখোই, রাফাল, মিরাজের সঙ্গে ব্যবহার হয় তেজস যুদ্ধবিমান।