হাসিনার মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল জামাতের আইনজীবীর, সাজা ঘোষণা করা তিন বিচারপতির পরিচয় জানুন

মুখ্য প্রসিকিউটর তাজুল ইসলাম অতীতে যুদ্ধোপরাধের একাধিক মামলায় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সওয়াল করেন। মামলা লড়েন জামাত-ই-ইসলামির পক্ষে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৯:২৮
Share:
Advertisement

ঢাকা আন্তর্জাতিক ট্রাইবুনালের বিচারে দোষী সাব্যস্ত শেখ হাসিনা এবং তাঁর মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে দুই দোষীর মৃত্যুদণ্ডের সাজা শোনায় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ। সাজা ঘোষণার আগে ৪৫৩ পাতার রায়ের বিশেষ বিশেষ অংশ পড়ে শোনান বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং মহিতুল হক এনাম চৌধুরী। জুলাইয়ের অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় মুখ্য প্রসিকিউটর তাজুল ইসলাম। অতীতে একাধিক মামলায় তাজুল ইসলাম আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সওয়াল করেন। মামলা লড়েন জামাত-ই-ইসলামির পক্ষে। আরেক প্রসিকিউটর মিজানুল ইসলামেরও শীর্ষ জামাত নেতাদের হয়ে মামলা লড়ার ইতিহাস রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement