আন্তর্জাতিক অপরাধ আইন ১৯৭৩। যুদ্ধপরাধীদের জন্য তৈরি এই আইনেই সাজা পেলেন শেখ হাসিনা। একাত্তরের মুক্তিযুদ্ধের পরপরই বাংলাদেশের জাতীয় সংসদে পাশ হয় আন্তর্জাতিক অপরাধ আইন। গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধে দোষীদের শাস্তির জন্যই তৈরি হয় এই আইন। বাংলাদেশি এবং বিদেশি নাগরিক— উভয়ের জন্যই আইন প্রযোজ্য। দেশের ভিতরে বা বাইরে অপরাধের ঘটনায়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন অনুযায়ী দোষীর শাস্তি হবে। ২০০৯ সালে এই আইন সংশোধিত হয়। শেখ হাসিনার আমলে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইনে ফাঁসি হয় আব্দুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামি, মহম্মদ কামারুজ্জামান, সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো কুখ্যাত যুদ্ধপরাধীদের।