Starlink

টেলিকম দুনিয়ার দুই যুযুধান, দু’জনেই গাঁটছড়া বাঁধছে মাস্কের স্পেসএক্সের সঙ্গে, কোন শর্তে?

১১ মার্চ মঙ্গলবার এয়ারটেল ঘোষণা করে মাস্কের সংস্থা ‘স্টার লিংক’-এর সঙ্গে তাদের চুক্তি চূড়ান্ত। পরের দিন একই ঘোষণা রিল্যায়েন্স জিয়ো’র। মাস্কের স্টার লিংক এবার দেশে ইন্টারনেট পরিষেবা দেবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৮:০৫
Share:
Advertisement

জিয়ো দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা। দেশের প্রায় যে কোনও প্রান্তেই জিয়ো-এয়ার-ফাইবার এবং জিয়ো-ফাইবার কেবল সংযোগ রয়েছে। স্টার লিংক-এর সমস্ত পণ্য এবং সরঞ্জাম জিয়োর খুচরো আউটলেটে পাওয়া যাবে। পাওয়া যাবে অনলাইন কেনাকাটায়। একই সঙ্গে ওই সমস্ত সরঞ্জাম গ্রাহকদের বাড়ি বা অফিসে ইনস্টল করে দেবে জিয়ো। স্টার লিংক-এর দ্রুততম ইন্টারনেট পরিষেবা ওই কেবল-এর মাধ্যমে প্রত্যন্ত, দুর্গম এলাকায় পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছে জিয়ো।

এয়ারটেলের দাবি, দেশের মধ্যে তারাই প্রথম টেলিকম সংস্থা যারা স্টারলিংক-এর সঙ্গে চুক্তি করেছে। জিয়োর মতো এয়ারটেলেরও ঘোষণা, স্টারলিংক-এর সমস্ত সরঞ্জাম তারা খুচরো আউটলেটে বিক্রি করবে। মূলত কর্পোরেট বাজারকে ধরতে চাইছে এয়ারটেল। একই সঙ্গে গ্রামীণ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালে এয়ারটেল-স্টারলিংক পরিষেবা পৌঁছে দেওয়ার কথা বলেছে। স্পেসএক্স এ’দেশে এয়ারটেল নেটওয়ার্কের পরিকাঠামোগত সমস্ত সুযোগ সুবিধা পাবে বলে টেলিকম সংস্থার ঘোষণা।

Advertisement

দুই কর্পোরেট দৈত্যের দুই ঘোষণা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। কোনও রকম সংসদীয় আলোচনা বা বিতর্ক ছাড়াই কী ভাবে এই ঘোষণা?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement