শীতকালীন অধিবেশনের প্রথম দিনে অসমের বিজেপি সরকারের তরফে যে ১১টি বিল সদনের সামনে রাখা হয়েছে, তার মধ্যে একটি ‘অসম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল, ২০২৫’। হিমন্ত বিশ্বশর্মা যখন এই বিল প্রস্তাব করছেন, আসনে ছিলেন না কংগ্রেস, সিপিএম, রাইজোর দলের কোনও বিধায়ক। জুবিন গার্গকে নিয়ে আলোচনায় হৈ হট্টগোলের পরই অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে প্রতিবাদ জানান বিরোধীরা। তবে অধিবেশনের আগামী দিনে এই বিল নিয়ে যে রাজনৈতিক উত্তাপ বাড়বে, তা অনুমেয়।