দৌড়ের দম নেই, বসে বসে পুরোনো সেই দিনের কথা মনে করাচ্ছে বুড়ো স্টিম ইঞ্জিন
মধ্যপ্রদেশের ইনদওর স্টেশনে হেরিটেজ তকমায় দাঁড়িয়ে প্রাচীন এই স্টিম ইঞ্জিন।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৭
Share:
Advertisement
উনিশ শতকে জাপান থেকে ভারতে আসে এই স্টিম ইঞ্জিন। ১৯৫৫ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত চলে এই ইঞ্জিন। দীর্ঘ ৪৫ বছর পরিষেবার পর অবসর নেয় স্টিম ইঞ্জিন YG 4028। এরপর থেকেই ঠিকানা ইনদওর স্টেশন।