duragapujo

‘আমার পূজার ফুল’ বাজলেই বাঙালির পুজো শুরু, পুজোর গানের সেই আবেশ কি আজও আছে?

এক কালে শিল্পীরা তাঁদের সেরা গানটি তুলে রাখতেন পুজোর জন্য। সেই ঐতিহ্যে বদল অনেকটাই।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০০
Share:
Advertisement

পুজোর মাস। কাশ-শিউলির বার্ষিক সমাবেশ। বাঙালির ঘরদুয়ার আশ্বিনের রোদে থইথই। নতুন জামা, নতুন জুতো। চাঁদার বই। পাড়ায় পাড়ায় প্যান্ডেল বাঁধার তোড়জোড়। কুমোরপাড়ায় এতক্ষণে সিংহরাজের কেশর হল জোড়া। ঢাকে পড়ল কাঠি। আর ঠিক তখনই দূরে কোথাও বেজে উঠল— আমার পূজার ফুল।

বাঙালির পুজোর গান। রেডিয়োতে শোনা। হাতে ক্যাসেট পাওয়ার জন্য আনচান। রেডিয়ো-ক্যাসেটের দিন ফুরিয়েছে। ইয়ারফোনে আগমনী বাজে কি না কে জানে! তবে স্মৃতিতে এখনও সারেঙ্গিটা বাজছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement