Dunki Route

ভারত থেকে আমেরিকা যাওয়ার চোরাপথ, লক্ষ লক্ষ টাকা খরচ করে মৃত্যুর দুয়ারে, চিনুন ‘ডাঙ্কি রুট’

অনুপ্রবেশের জন্য কুখ্যাত মেক্সিকো সীমান্ত। দ্বিতীয় পথ কানাডা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৭
Share:
Advertisement

মানব পাচারের কুখ্যাতির জন্য ‘ডাঙ্কি রুট’ অনেক আগে থেকেই সংবাদ শিরোনামে। ২০২৩ সালে ‘ডাঙ্কি রুট’ প্রেক্ষাপটের উপর একটি ছবিও করেন শাহরুখ খান। মূলত, আমেরিকা কিংবা ব্রিটেন যাওয়ার অবৈধ রাস্তাই হল এই ‘ডাঙ্কি রুট’। ভারত থেকে যারা চোরাপথে আমেরিকা যেতে ব্যবহৃত হয় এই রুট। পাকিস্তানে হয়ে আফগানিস্তান। সেখান থেকে তুরস্ক। তারপর পণ্যবাহী কন্টেনারে করে কানাডা কিংবা আমেরিকা। যা এক রকম আত্মহত্যারই নামন্তর। অন্য একটি রুট। ভারত থেকে আকাশ পথে ব্রাজ়িল, বলিভিয়া, গুয়েনা কিংবা ইকুয়েডর। এর পর পায়ে হেঁটে আমাজ়নের জঙ্গল পার করে মেক্সিকো সীমান্ত। সীমান্ত পেরিয়ে আমেরিকা। এই পথে যে কোনও সময় পুলিশের হাতে ধরা পড়ার আশঙ্কা প্রবল। আমেরিকায় পৌঁছতে। সব থেকে বেশি ব্যবহৃত হয় দু’টি সীমান্ত। মেক্সিকো হয়ে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো এবং টেক্সাস হয়ে আমেরিকায়। চোরা পথে আমেরিকায় ঢুকতে এই রুটই বেশি প্রচলিত। অনুপ্রবেশের জন্য কুখ্যাত মেক্সিকো সীমান্ত। দ্বিতীয় পথ কানাডা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement