Nicolas Maduro

চাভেজ়ের উত্তরসূরি থেকে ট্রাম্পের হাতে বন্দি, মাদুরোর উত্থান-পতনে ভেনেজ়ুয়েলার বদলের ইতিহাস

শ্রমিক সংগঠনের নেতার সন্তান মাদুরোকেই রাজনৈতিক উত্তরসূরি নির্বাচন করেছিলেন উগো চাভেজ়।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:০৫
Share:
Advertisement

রাতের অন্ধকারে ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্টকে বন্দি করে তুলে নিয়ে গিয়েছে ট্রাম্পের সেনা। পশ্চিম বিশ্বে মার্কিন আধিপত্যের ‘মনরো ডকট্রিন’ নতুন করে প্রতিষ্ঠা করলেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি হাতে এসেছে ভেনেজ়ুয়েলার তেলের ভাঁড়ার। মাদুরোকে বন্দি করায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। কিউবায় গিয়ে সমাজতান্ত্রিক রাজনীতির পাঠ নিয়ে আসা মাদুরোকেই রাজনৈতিক উত্তরসূরি হিসাবে বেছে নিয়েছিলেন চাভেজ়। সেই মাদুরোর বিরুদ্ধে তাঁর দেশেই চলছিল প্রতিরোধ, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। মাদুরোর উত্থান-পতনের মধ্যেই যেন লুকিয়ে পাল্টে যাওয়া ভেনেজ়ুয়েলার ইতিহাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement