যেখানে ঐতিহ্যের হাত ধরে চলে আধুনিকতা, অঙ্গ ও অন্দরসজ্জার সম্ভার নিয়ে হাজির সিমা গ্যালারি
সিমা গ্যালারির ‘আর্ট ইন লাইফ প্রদর্শনী’। চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৭
Share:
Advertisement
হাতেবোনা শাড়ি থেকে মনমাতানো গয়না। চোখ সরে না অন্দরসজ্জার নানা উপকরণ থেকে। উপযোগিতার সঙ্গে ফ্যাশনের যে কোনও বিরোধ নেই, সেটা বোঝা যাবে এখানে এলে। সিমা আর্ট গ্যালারির প্রাক্পুজো প্রদর্শনী। ‘আর্ট ইন লাইফ’। চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।