Titas Sadhu

চিন থেকে সোনা নিয়েই ফিরবেন, এই সংকল্প নিয়েই এশিয়ান গেমসে খেলতে গেলেন তিতাস

এশিয়ান গেমসে যোগ দিতে রওনা হয়ে গেলেন ভারতের মহিলা ক্রিকেট দলের সদস্য তিতাস সাধু।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
চুঁচুড়া শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৫
Share:
Advertisement

অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপের ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন চুঁচুড়ার তিতাস। ভারতের সিনিয়র দলে সুযোগ পেয়েছেন বাংলাদেশ সফরে। এবার এশিয়ান গেমস খেলতে চিনের হাংঝৌয়ে পাড়ি দেবেন। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতের মহিলা দলে তিতাস ছাড়াও বাংলা থেকে আছেন রিচা ঘোষ।

বেঙ্গালুরুর এনসিএ-তে ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর হবে ভারতীয় মহিলা দলের শিবির। সোমবার চুঁচুড়া থেকে রওনা হয়েছেন তিতাস। এনসিএ ক্যাম্পের পর ভারতীয় দলের সঙ্গে চিনের উদ্দেশ্যে যাত্রা করবেন এই বঙ্গ তনয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement