‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। ২২ জুলাই নতুন সরকারের নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনটি বুথকে নিয়ে একটি ক্যাম্প। সেখানেই নিজেদের ছোটখাটো সব সমস্যার কথা জানাতে পারবেন এ রাজ্যের মানুষ। বরাদ্দ ৮ হাজার কোটি টাকা। প্রশ্ন উঠছে ‘দুয়ারে সরকার’-এর মতো কর্মসূচি থাকতেও কেন ফের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’? কোন অঙ্কে নতুন কর্মসূচির পরিকল্পনা শাসকদলের?