বিয়ে করলেন মহুয়া মৈত্র। পাত্র পিনাকি মিশ্র। ছাদনাতলা জার্মানির বার্লিন শহর। পুরীর চার বারের সাংসদ পিনাকির সঙ্গে নতুন জীবন শুরু করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। পিনাকি মিশ্রের বয়স ৬৫। তাঁর প্রথম বিয়ে সঙ্গীতা মিশ্রের সঙ্গে। ১৯৮৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। ৫১ বছরের মহুয়ার প্রথম বিয়ে ড্যানিশ ফিনান্সার লার্স ব্ররসনের সঙ্গে। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। পরে জয় অনন্ত দেহাদরাইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হলেও তা টেকেনি। জার্মানিতে জীবনের নতুন ইনিংস শুরু করলেন নতুন দম্পতি। ইউরোপে মধুচন্দ্রিমা সেরে দেশে ফেরার কথা মহুয়া-পিনাকির।