সত্যজিত রায়কে দেখে ভয়ে ঘাবড়ে গিয়ে তেওড়া তালের গান দাদরায় গেয়েছিলাম: সাহেব
ছোটবেলা থেকে অজান্তেই সত্যজিৎ রায়ের পরিবারের সঙ্গে জুড়ে গিয়েছিলেন তিনি। পুরনো দিনের গল্প আর প্রিয় গান নিয়ে আড্ডায় সাহেব চট্টোপাধ্যায়।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ২১:০০
Share:
Advertisement
বড়পর্দা ও ছোটপর্দার চেনা মুখ, দরাজ কণ্ঠস্বর। নাম তাঁর সাহেব। দেখতেও সাহেবের মতোই। কখনও নায়ক কখনও বা গায়ক। একটি পেশা, অপরটি নেশা। তবুও সঙ্গীতই তাঁকে বেশি টানে। তাঁর আগামী ছবি ‘সোনার কেল্লায় যকের ধন’, তার আগে নস্টালজিক সাহেব চট্টোপাধ্যায়।