আবার হবে তো দেখা? এ প্রশ্ন ছিলই ভক্তদের মনে। দেখা হল। কথাও হল। ছবির প্রচারে মঞ্চে এক সঙ্গে এলেন দু’জনে। দশ বছর আগের নস্টালজিয়া, আবেগ, মিলেমিশে একাকার নজরুল মঞ্চে। দেব-শুভশ্রীর চোখে চোখ। মনে মনে যেন এক কবিতা, আমাদের গেছে যে দিন একেবারেই কী গেছে, কিছুই কি নেই বাকি?