জলপাইগুড়ি থেকে অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন কলকাতায়। অভিনেত্রী হয়ে ওঠার ইচ্ছে তাঁকে একা লড়তে শিখিয়েছে, বাঁচতে শিখিয়েছে। ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় পুপে চরিত্রে প্রথম তাঁকে দেখেন দর্শক। অর্জুনের বিপরীতে প্রথম ছবি, এরপর একে একে জিত, দেব থেকে যশ, অঙ্কুশ, সকলের সঙ্গেই তাঁর জুটি প্রশংসিত। জীবন, একা থাকা, ট্রোলিং, বিতর্ক সব নিয়ে মুখ খুললেন মিমি।