গ্ল্যামার দুনিয়াকে দূর থেকে দেখতে বেশ লাগলেও আদপে তা বেশ কঠিন। রোদ, ঝড়, বৃষ্টি, শরীর খারাপ, মন খারাপ সব উপেক্ষা করে শুটিং ফ্লোরে হাজির থাকতেই হবে। বিশেষ করে ধারাবাহিকে। ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের মহাপর্বের শুটিং চলছে। ১৫ পাতা করে সংলাপ মুখস্থ করতে হচ্ছে রণজয়কে। গায়ে জ্বর নিয়েই শুটিং ফ্লোরে নায়ক।