রিয়ানকে মূল্যবোধ শেখাই, ওকে বলেছি আজ এটা আছে, কাল নাও থাকতে পারে: রূপাঞ্জনা
কাজ, কেরিয়ার, সম্পর্ক, বিয়ে, বিচ্ছেদ, ছেলের বেড়ে ওঠা, সব নিয়ে অকপট রূপাঞ্জনা মিত্র।
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২০:৩৯
Share:
Advertisement
বড়পর্দা হোক বা ছোটপর্দা, চরিত্র পজিটিভ হোক বা নেগেটিভ, রূপাঞ্জনা মিত্র সমান সাবলীল। কেরিয়ার শুরু হয়েছিল এনটি ওয়ান স্টুডিয়োয় পা রেখে। সেই স্টুডিয়োয় আবার ফিরে নস্টালজিক অভিনেত্রী। বর্তমানে পুতুল টিটিপিতে তিনি এক জাঁদরেল শাশুড়ির চরিত্রে।