ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু সন্দীপ্তা সেনের। উল্লেখযোগ্য কিছু চরিত্রে দাগ কেটেছেন তিনি। সিনেমা এবং ওয়েব সিরিজ়েও তাঁর উজ্জ্বল উপস্থিতি পছন্দ করেছেন দর্শক। তিনি মনের অসুখের শুশ্রূষা করেন। ভালবাসেন নাচ করতে। বিয়ের পর স্বামীর সঙ্গে চুটিয়ে সংসারও করছেন। দেশ বিদেশ ঘুরছেন। কেমন চলছে জীবন, আনন্দবাজার ডট কমের সঙ্গে আড্ডায় সন্দীপ্তা সেন।