নায়িকা থাকাকালীন হঠাৎই অভিনয় থেকে সরে দাঁড়ান দেন শতাব্দী রায়। কারণ অনেকেরই অজানা। অভিনয় ছেড়ে তিনি কখনও হয়ে ওঠেন রাজনীতিবিদ, কখনও কবি, তবে ঘরে ফেরার জন্য মন কেমন করতই। টলিউডের সেই ‘লাল পান বিবি’র প্রত্যাবর্তন। আনন্দবাজার ডট কমের সঙ্গে একান্ত আড্ডায় উঠে এল পরিবার, ইন্ডাস্ট্রি, নায়কের সঙ্গে প্রেম, নায়িকাদের মনোমালিন্য থেকে বর্তমান ইন্ডাস্ট্রি সম্পর্কে নানা কথা।