Sohini Sarkar

শোভন এমনিতে নরম, কিন্তু ও রেগে গেলে আমি বেশ ভয় পাই: সোহিনী

‘সব কিছু নিয়েই তো ব্যবসা চলছে, অন্তত পড়াশোনার জন্য যেন টাকা দিতে না হয়, পরবর্তী প্রজন্ম নিয়েই মত সোহিনীর।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৩
Share:
Advertisement

হালকা শীতের আমেজ মোড়া এক সকাল। নায়িকার সদ্য শুরু করা নতুন জীবন, বাইপাস লাগোয়া সাজানো ফ্ল্যাটে পৌঁছে যাওয়া। কথা ছিল ব্রেকফাস্ট করতে করতে আড্ডা হবে। সেই মত নায়িকা রান্না করলেন, লুচি-সাদা আলুর তরকারি-বেগুন ভাজা, সঙ্গে মোরব্বার কেক আর নলেন গুড়ের রসগোল্লা। লুচি বেলতে হাত লাগালেন তাঁর গায়ক বর। শোভন-সোহিনীর সংসারে ঢুঁ মারল আনন্দবাজার অনলাইন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement