‘চিরসখা’ ধারাবাহিকে ‘স্বতন্ত্র’ নামের চরিত্রটি নিয়ে দর্শকের কৌতুহল নেহাত কম নয়। বন্ধুত্বের কোনও বয়স হয় না, এমন বিষয় ধারাবাহিকে তুলে আনা নিয়ে একদিকে যেমন প্রশংসিত হন নির্মাতারা, অন্যদিকে কটাক্ষ করতেও ছাড়েন না দর্শক। কিছু দিন হল স্বতন্ত্র-কমলিনীর বিয়ে হয়েছে। তা নিয়েও বিতর্ক কম হয়নি। অন্যতম মুখ্য চরিত্র সুদীপ মুখোপাধ্যায় কী ভাবে সামলাচ্ছেন এই বিতর্কিত চরিত্রটি, জানালেন আনন্দবাজার ডট কমকে।