সাহেব-সুস্মিতার ‘কথা’ ৪০০ পর্বের পথে। অনস্ক্রিন এভি আর কথার বিয়েটাও হয়ে গেল। অফস্ক্রিনে সাহেব-সুস্মিতা ভাল বন্ধু। তবে বছর দুই আগেও একের অপরকে চিনতেন না। কেমন ছিল সিরিয়ালের শুরুর দিনগুলো? সাহেবের মতে, সিরিয়ালে নাম ‘কথা’ হলেও সুস্মিতা নাকি এমনিতে বেশ কম কথাই বলতেন, উল্টোদিকে সাহেবকে দেখে সুস্মিতার মনে হত উন্নাসিক। অচিরেই সেই সব ভুল ভেঙেছে। তাই এক রোববার নৌকা চেপে দু’জনে গঙ্গা ভ্রমণে বেরিয়ে পড়লেন, তার পর হাঁটলেন ট্রেনলাইন ধরে। সঙ্গে চলল চলল হাসি-গল্প-খুনসুটি।