নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বাংলা ছবির হিট পরিচালকদ্বয়। একসঙ্গে পরিচালনা করতে গিয়ে কখনও মতের অমিল হয় তাঁদের? অন্য প্রযোজনা সংস্থার ছবিতে কেন দেখা যায় না শিবপ্রসাদকে। বাংলাদেশ-ভারত এর প্রেক্ষাপটে রক্তবীজ ছবি কতটা প্রাসঙ্গিক? পরিচালনার প্রথমদিকের দিনগুলো কেমন ছিল, সব নিয়ে আড্ডায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।