যাদবপুর চিরকাল নকশালপন্থী, পাল্টাবে না, ভাল মানুষ হলেও বুদ্ধবাবু দাম্ভিক: চিরঞ্জিৎ
রাজনৈতিক জীবন থেকে পরিবার, অভিনয় থেকে ইন্ডাস্ট্রি, মন খুলে কথা বললেন চিরঞ্জিৎ।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২০
Share:
Advertisement
দীপক চক্রবর্তী। ওরফে চিরঞ্জিৎ। টেলিভিশন নিউজ অ্যাঙ্কর থেকে অভিনেতা। আটের দশকের বাংলা সিনেমার নায়ক। তিন বারের তৃণমূলের বিধায়ক। হাফ রিটায়ারমেন্ট হয়েছে আগেই। এ বার চাইছেন সন্ন্যাস! আর কী বললেন দীপক চক্রবর্তী ওরফে চিরঞ্জিত?