নীচে ১৮ ফুটের দোকান। উপরে শিল্পী এবং বাসিন্দাদের ঘর। ২৬ কোটি ৮০ লক্ষ টাকা খরচে কুমারটুলি পুনর্নবীকরণ প্রকল্প। আধাআধি ব্যয় বহন করবে কেন্দ্র-রাজ্য। বুদ্ধদেব ভট্টাচার্য প্রকল্পের উদ্বোধন করার পর প্রাথমিকভাবে শুরু হয় পুনর্বাসন। পাঁচশোর বেশি বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বাগবাজারে। অস্থায়ী কুমারটুলিতে।