দূষণ রোধ। জ্বালানি আমদানি কমিয়ে আরও বেশি আত্মনির্ভরতা। দেশে চালু হয়েছে ইথানলের ব্যবহার। এক লিটার পেট্রোলে ২০ শতাংশ ইথানল। আগামী দিনে ১০০ শতাংশ ইথানল ব্যবহারের অঙ্গীকার। ভারতে উৎপাদিত ইথানলের ৪০ শতাংশ তৈরি হয় আখের ছিবড়ে থেকে। অল্প হলেও ব্যবহার করা হয় ভুট্টা। চাল থেকেও ইথানল প্রক্রিয়াকরণের পরীক্ষানিরীক্ষা চলছে।