‘ক্যাবলা বলে পাছে কেউ দাগিয়ে দেয়, তাই মানুষ সারল্য প্রকাশ করে না’
প্রেমে বিপর্যস্ত হওয়া থেকে সম্পর্কের বহু মাত্রা। পুজো থেকে আধ্যাত্মিকতা —আনন্দবাজার ডট কমের সঙ্গে একান্ত আড্ডায় বিক্রম-দেবলীনা।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ২৩:১১
Share:
Advertisement
ইস্কন মন্দিরে পুজো দিতে হাজির ‘রাশ’ ছবির মুখ্য দুই চরিত্র সোমনাথ ও রাই ওরফে বিক্রম ও দেবলীনা। আরতি করার পর ভক্তের মালা পরা, মন্দিরে গান শুনতে শুনতে ভোগ খাওয়া, ঠিক তার মাঝে আনন্দবাজার ডট কমের সঙ্গেই এক্সক্লুসিভ আড্ডা জমলো।