৩৫ মিনিটের ফোনালাপ। ট্রাম্পের কাছে মোদীর দাবি, ভারত-পাক সংঘর্ষে আমেরিকার মধ্যস্থতা করেনি। কয়েক ঘণ্টার মধ্যেই ফের স্বমূর্তিতে ট্রাম্প। জোরগলায় বললেন, দু’দেশের মধ্যে যুদ্ধ থামিয়েছেন তিনিই। সংঘর্ষবিরতি কী ভাবে? কোন সূত্রে? কৃতিত্ব কার? এক মাস পার করেও ধোঁয়াশা জারি।