‘গোল্ডেন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থাটি কী ভাবে কাজ করবে? এটি ভূমি ও মহাকাশ নির্ভর ক্ষেপণাস্ত্র প্রতিরোধ প্রযুক্তি। যা শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র, বা ড্রোনকে আকাশেই শনাক্ত করে ফেলবে। মাটিতে আছড়ে পড়তে না দিয়ে আকাশেই ধ্বংস করে দিতে পারবে। এই প্রযুক্তির মাধ্যমে পারমাণবিক হামলাও আমেরিকা রুখে দিতে পারবে বলে দাবি করা হয়েছে।