ঝোড়ো শুনানি। একের পর এক প্রশ্নবাণ। অবশেষে আমেরিকার ডিরেক্টর অফ ইনটেলিজেন্স পদে তুলসী গ্যাবার্ডের মনোনয়নে সিলমোহর সেনেট কমিটি অফ ইনটেলিজেন্সের। এর পর সেনেটের অনুমোদনের অপেক্ষা। কিন্তু তুলসীর সিরিয়া সফর আর তাঁর রাশিয়া-ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।