সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল। ভিডিয়োয় দেখা যাচ্ছে, দুই ব্যক্তি হামাগুড়ি দিচ্ছেন, মুখে ঘাস। ঘটনাটি ওড়িশার গঞ্জাম এলাকার। অভিযোগ, দুই ব্যক্তিকে গরু পাচারকারী সন্দেহে মারধর করা হয়। তাঁদের মাথা অর্ধেক মুড়িয়ে রাস্তায় হামাগুড়ি দিয়ে হাঁটানো হয়। জোর করে ঘাস ও নদর্মার জলও খাওয়ানো হয়েছে বলে অভিযোগ।