SSC Teacher Recruitment Case 2025
অস্থায়ী ছাউনি, চূড়ান্ত গরম, তবু অবস্থানেই অনড় চাকরিহারা শিক্ষকেরা
চাকরিহার শিক্ষকেরা বিকাশ ভবনের সামনে টানা অবস্থান করছেন। তাঁদের দাবি, দীর্ঘদিন শিক্ষকতা করার পর আবার নতুন করে নিয়োগ পরীক্ষায় বসা অসম্ভব।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৮:৪৮
চাকরিহারা শিক্ষকেরা বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। সরকার নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করলেও অনেক শিক্ষকই পুনরায় পরীক্ষা দিতে অনিচ্ছুক। তাঁরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। বিকাশ ভবনের কাছেই অস্থায়ী ছাউনিতে পালা করে অবস্থানে বসছেন শিক্ষকেরা। চূড়ান্ত গরমে প্রয়োজনীয় ব্যবস্থা ছাড়াই ফুটপাথে কাটছে তাঁদের দিন-রাত। প্রতিদিন পালা করে ২০০ জন থাকছেন অবস্থান ছাউনিতে।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)