আসছে নতুন ধারাবাহিক ‘দুগ্গামণি ও বাঘমামা’। প্রোমোতে ইতিমধ্যেই ছোট দুগ্গা নজর কেড়েছে সকলের। বাইপাসের ধারে স্টুডিয়োয় চলছে শুটিং। চার বছরের দুগ্গা এর আগে ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকে কাজ করেছে। তবে এ বার মুখ্য চরিত্রে, রাধিকা। সমাজমাধ্যমে তার ভিডিয়ো রীতিমতো জনপ্রিয়। ওর শখ অভিনয় করা আর পিয়ানো বাজানো। আনন্দবাজার অনলাইনের সঙ্গে প্রাণ খুলে আড্ডা দিল রাধিকা।