US Tariff

‘যুদ্ধ ঘোষণা’ করলেন ডন, ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতির কোপে ভারত

ভারতীয় ফার্মাসিউটিক্যাল পণ্য, টেলিকম যন্ত্রাংশ, বস্ত্র এবং মূল্যবান পাথর রফতানির বড় বাজার আমেরিকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১৪:২৯
Share:
Advertisement

ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কোপে ভারত। আমেরিকার কংগ্রেসে যৌথ অধিবেশনে বক্তৃতা করার সময় ট্রাম্পের ঘোষণা, সমমূল্যের শুল্ক চাপানোর নীতি থেকে বাদ পড়ছে না ভারত। কবে থেকে আমেরিকায় ভারতীয় পণ্যের উপর পাল্টা শুল্ক চাপানো হবে, সেই তারিখও জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

এ বার বাজেটে বিভিন্ন মার্কিন পণ্য থেকে চড়া শুল্ক প্রত্যাহার করা হয়। হার্লে ডেভিডসন, টেসলার মতো অত্যাধুনিক গাড়ি কেনাবেচায়ও দেওয়া হয় শুল্ক ছাড়। কিন্তু, নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের আগে ট্রাম্প প্রশাসনকে সদর্থক বার্তা দেওয়ার কেন্দ্রের এই যে প্রচেষ্টা, তা এক কথায় জলে গেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement