সম্প্রতি মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানে বিধ্বস্ত হয়েছে উত্তরাখণ্ড। পরিবেশবিদেরা তো বটেই, বিপর্যয়ের জন্য নির্বিচারে পরিবেশ ধ্বংসকেই দায়ী করেছে সুপ্রিম কোর্ট। তাতেও হুঁশ ফেরেনি উত্তরাখণ্ডের। অভিযোগ, নেতাদের মদতেই রমরমিয়ে চলছে অবৈধ নির্মাণ।