গত তিন মাসে এই নিয়ে দু’বার। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। উত্তরকাশীর হড়পা বানে একশোরও বেশি মানুষের খোঁজ নেই। ভেসে গিয়েছে ধরালী গ্রাম। কেন বার বার মেঘভাঙা বৃষ্টি আর হড়পা বান উত্তরাখণ্ডে?