agitaion

তৃণমূল বিধায়কের কেন্দ্রে রাস্তা নিয়ে বিক্ষোভ, কাদায় ধানের চারা পুঁতে দিলেন গ্রামবাসীরা

চাঁচল-২ ব্লকের গোপালপুর-ঘোষপাড়া এলাকার বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর বর্ষায় চরম দুর্ভোগ পোহাতে হয় তাঁদের। রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন বিধায়ক।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
  মালদহ শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৩ ১৭:০১
Share:
Advertisement

মালদহ জেলা তৃণমূলের সভাপতি তথা মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুল রহিম বক্সির কেন্দ্রের রাস্তার হাল বেহাল। চাঁচল-২ ব্লকের গোপালপুর-ঘোষপাড়া এলাকার বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর বর্ষায় চরম দুর্ভোগ পোহাতে হয় তাঁদের। তাই পাকা রাস্তা তৈরির দাবিতে রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন তাঁরা। দ্রুত রাস্তা পাকা না হলে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। বিধায়ক স্বীকার করে নিয়েছেন। ওই রাস্তাটি নিয়ে সমস্যা দীর্ঘ দিনের। তা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর আশ্বাস, দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement