‘মেয়েবেলা’ ধারাবাহিক থেকে বাদ পড়লেন রূপা গঙ্গোপাধ্যায়, পছন্দ হল না দর্শকের?
‘মৌ’ এখন ‘বীথিমাসি’ বলে ডাকছে অনুশ্রী দাসকে। ‘দ্রৌপদী’ বদলে গেলেন।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ মে ২০২৩ ১৩:৪২
Share:
Advertisement
জনপ্রিয়তার নিরিখে ধারাবাহিকে গল্পের বদল হয়। কিন্তু টিআরপি কি অভিনেতাও বদলে দেয়? না কি, সবটাই অভিনেত্রীর ইচ্ছে? ‘মেয়েবেলা’ ধারাবাহিকে রূপা গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে এলেন অনুশ্রী দাস। তার পর থেকেই উঠছে এই সব প্রশ্ন।