Abhishek Banerjee

‘বিজেপি মানে বাংলা জ্বালাও পার্টি’, বন্‌ধে ভাঙচুরে কড়া ব্যবস্থার আর্জি অভিষেকের

কালিয়াগঞ্জের ঘটনায় উত্তরবঙ্গে বিজেপির ডাকে বন্‌ধ, কড়া সমালোচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ১৫:০৩
Share:
Advertisement

কালিয়াগঞ্জে জোড়া মৃত্যুর ঘটনায় উত্তপ্ত উত্তরবঙ্গ। প্রথমে নাবালিকার মৃত্যু এবং পরে বিজেপির পঞ্চায়েত সদস্য বিষ্ণু বর্মনের ভাই মৃত্যুঞ্জয় বর্মনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে উত্তরবঙ্গে বন্‌ধ ডেকেছে বিজেপি। শুক্রবার এই বন্‌ধ ঘিরেই শুরু হয় অশান্তি। বাস ভাঙচুর, গাড়িতে আগুন থেকে সরকারি সম্পত্তি ধ্বংস— উত্তরবঙ্গের অরাজক পরিস্থিতির জন্য সরাসরি বিজেপিকে দুষলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও-এর রাজনীতি সিপিএম আমল থেকেই শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে এই বাম অপশাসনের অবসান করেছেন। সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির জার্সি পরে সেই অপশাসন ফিরিয়ে আনার চেষ্টা করছে। বন্‌ধ সর্বাত্মকভাবে ব্যর্থ।” আরও একধাপ এগিয়ে তিনি আরও বলেন, ‘‘বিজেপি মানেই ভারত জ্বালাও পার্টি, বিজেপি মানেই বাংলা জ্বালাও পার্টি। সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় দোষীদের কড়া শাস্তি হোক। সরকারের উচিত দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement