Dearness allowance

দিল্লিতে ডিএ ধর্না শেষে ফিরলেন সরকারি কর্মীরা, প্রতীক্ষা রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের

কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতার দাবিতে ১০ ও ১১ এপ্রিল দিল্লির যন্তরমন্তরে ধর্না দেয় সরকারি কর্মচারীদের সংগঠনের জোট সংগ্রামী যৌথমঞ্চ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ১৯:২৮
Share:
Advertisement

বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে যন্তরমন্তরে দু’দিনের ধর্না শেষ। কলকাতায় ফিরল সংগ্রামী যৌথমঞ্চের একটি দল। ধর্নার পাশাপাশি তাঁরা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে দেখা করে দাবিপত্র জমা দেন। তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়নি। পরবর্তীতে আবারও তাঁরা রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করার চেষ্টা করবেন বলে জানাচ্ছেন আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথমঞ্চের অন্যতম ভাস্কর ঘোষ জানাচ্ছেন, কলকাতা হাই কোর্ট রাজ্য সরকারকে সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে বসার যে নির্দেশ দিয়েছে তার দিকে তাকিয়ে আছেন তাঁরা। আগামী ১৭ এপ্রিল বৈঠক হওয়ার কথা আছে। তার পরেই তাঁরা পরবর্তী কর্মসূচি ঠিক করবেন বলে জানাচ্ছেন ভাস্কর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement