Rally

হোক কলরবের ডাক! মিছিল শেষে কর্মপ্রার্থীরা রাজপথে লিখলেন ‘নিয়োগ চাই’

যাদবপুরের ‘হোক কলরব’, ৮ বছর পর ফিরল কর্মপ্রার্থীদের মিছিলে। রাজপথে লেখা হল ‘নিয়োগ চাই’।

প্রতিবেদন: তীর্থঙ্কর, সৌরভ , সম্পাদনা: শুভাশিস

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ১৯:০৩
Share:
Advertisement

আর পৃথক পৃথক নয়। সময়ের দাবি মেনে এবার হাতে হাত ব্যারিকেড। শহরের প্রাণকেন্দ্রে আয়োজিত হল কর্মপ্রার্থীদের ৯টি সংগঠনের মহাজোটের মিছিল। যা শিয়ালদহে শুরু হয়ে শেষ হল ওয়াই চ্যানেলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বৈঠক এবং দ্রুত নিয়োগ, মূলত এই দাবিকে সামনে রেখেই মিছিল করলেন হাজার হাজার কর্মপ্রার্থী। স্লোগান, কৃষ্ণ নামের সংকীর্তন তো ছিলই, এই মিছিল থেকেই ফের একবার রব উঠল, ‘হোক, হোক, হোক কলরব।’ এসএসসি, টেট, নার্সিং এবং মাদ্রাসা মিলিয়ে মোট ৯টি সংগঠনের ডাকে এ দিন মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিল থেকেই ধ্বনিত হল ‘হোক কলরব’। রাজপথে লেখা হল ‘নিয়োগ চাই’। ২০১৪ সালে এমনই এক মিছিলে উত্তাল হয়েছিল কলকাতা। যাদবপুরের কলরবে সুর মিলিয়েছিল তিলোত্তমা। ৮ বছর পর, আরও একবার সেই হোক কলরবের ডাক। সাড়া দেবে কি কলকাতা? উত্তর দেবে সময়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement