Nirmala Sitharaman

‘কাসুতি’ সুতোর কাজের কর্নাটকি শাড়ি, বাজেট পেশের জন্য বেছে নিলেন অর্থমন্ত্রী

পচমপল্লী থেকে ব্যোমকাই, ভারতের বিভিন্ন প্রাদেশিক শাড়ির পরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশের সময় এ বারে বাছলেন কর্ণাটকের ঐতিহ্যবাহী ‘ইল্কল’ শাড়ি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৭
Share:
Advertisement

বাজেট ২০২৩ পেশের সময়ে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরেছিলেন কর্ণাটকের ধারওয়াদের ঐতিহ্যবাহী ‘কাসুতি’ কাজের হাতে বোনা লাল ‘ইল্কল’ শাড়ি। নির্মলার পঞ্চমতম বাজেট পেশের সময় প্রতি বারের মতো তাঁর শাড়ির দিকে নজর ছিল আমজনতার। বুধবার অর্থমন্ত্রীর পরনে থাকা শাড়িটি বুনেছিলেন ধারওয়াদের বাসিন্দা আরতি হিরেমথ। ৮০০ গ্রাম সিল্কের এই শাড়িতে ছিল ‘কাসুতি’ সুতোর কাজের রথ, ময়ূর ও পদ্ম। কর্নাটকের এই ঐতিহ্যবাহী শাড়িতে সুতোয় বোনা হয় মন্দিরের চূড়া, ময়ূর, হরিণ, পদ্ম, হাতি-সহ নানান লোকজ নকশা। প্রতি বারের মতো এই বারেও প্রাদেশিক শাড়ির প্রতি নির্মলার ঝোঁক সকলের নজর কেড়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement