Bikash Ranjan Bhattacharya

বাড়ির সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, তৃণমূলকে দুষলেন বিকাশ

বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। আইনজীবী বললেন, ‘তৃণমূলের চক্রান্ত’।

প্রতিবেদন: তীর্থঙ্কর

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ১৯:১৮
Share:
Advertisement

বিকাশরঞ্জন ভট্টাচার্যের করা মামলায় আটকে নিয়োগ! এই অভিযোগ তুলেই মুকুন্দপুরে আইনজীবী তথা সিপিআইএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে বিক্ষোভে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার দুপুরে একদল বিক্ষোভকারী ৩৫ পূর্বালোকের (বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ি) দিকে অগ্রসর হলে, পুলিশ তাঁদের বাধা দেয়। পরে ৩ জন চাকরিপ্রার্থীকে অনুমতি দিলে তাঁরা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। চাকরিপ্রার্থীদের অভিযোগ, বিকাশরঞ্জন ভট্টাচার্যের করা ‘অপ্রসাঙ্গিক’ মামলার কারণেই শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট। যদিও বিকাশরঞ্জনের দাবি, ‘সুপার নিউমেরিক পোস্ট’ তৈরি করে নিয়োগের কোনও বৈধতা নেই। তাঁর বক্তব্য, চাকরিপ্রার্থীদের ভুল বুঝিয়ে তৃণমূলই বিক্ষোভ করতে পাঠিয়েছে। চাকরিপ্রার্থীদের কোনও বক্তব্য থাকলে আদালতে তা পেশ করার পরামর্শও দেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement