Indian Cricket team

কাঁধে থাকছে তিনটি ‘স্ট্রিপ’, রোহিত-বিরাটদের নতুন জার্সির নেপথ্যে বিশ্বজয়ী মেসিদের স্পনসর

৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমবার নতুন জার্সি পরে খেলতে নামবে ভারত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০২৩ ১৭:৫৭
Share:
Advertisement

ওয়ান ডে, টি-টোয়েন্টি এবং টেস্ট— তিন ধরনের ক্রিকেটেই নতুন জার্সি পেতে চলেছে ভারতীয় দল। চমক রয়েছে অনুশীলনের কিটেও। ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক এক জার্মান সংস্থা ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি তৈরি করেছে। ২৩মে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে নতুন জার্সি এবং স্পনসরের কথা ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পয়লা জুন সেই জার্সির প্রথম ঝলক প্রকাশিত হল। ভারতীয় দল ইতিমধ্যেই নতুন জার্সি পরে অনুশীলন শুরু করেছে। তবে ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সির আনুষ্ঠানিক প্রকাশ হবে ৭ জুন। ইংল্যান্ডে দ্য ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমবার নতুন জার্সি পরে খেলতে নামবে ভারত। তারপর অস্ট্রেলিয়া সিরিজ়, এশিয়া কাপ এবং ক্রিকেট বিশ্বকাপেও নতুন জার্সি পরেই খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement