Mamata Banerjee

‘জ়িরো থেকে হিরো হয়েছে বিজেপি’, বিহারে বিরোধীদের বৈঠক হোক, নীতীশকে প্রস্তাব মমতার

নবান্নে বৈঠক। তেজস্বী যাদব এবং নীতীশ কুমারকে পাশে বসিয়ে একসঙ্গে লড়াইয়ের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

নিজস্ব প্রতিবেদন
হাওড়া শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ১৫:১০
Share:
Advertisement

নবান্নে ‘হাইপ্রোফাইল’ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, তেজস্বী যাদব। আলোচনা শেষে একসঙ্গে সাংবাদিক বৈঠক। কী সিদ্ধান্ত হল? বিজেপির বিরুদ্ধে ১:১ আসনবিন্যাস নিয়ে কোনও কথা হয়েছে? অতীতের মতো এ বারও কি কংগ্রেসের নেতৃত্বেই বিজেপির বিরুদ্ধে লড়াই হবে? প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব, “মিডিয়ার সাহায্য নিয়ে জ়িরো থেকে হিরো হয়েছে বিজেপি। আমি চাই বিজেপি শূন্য হয়ে যাক।” পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে তাঁর প্রস্তাব, বিহার থেকে আন্দোলন শুরু করেছিলেন জয়প্রকাশ। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে বিহারেই বিরোধীদের ঘরোয়া বৈঠক হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাবে প্রাথমিক সম্মতি রয়েছে নীতীশ কুমার এবং তেজস্বী যাদবের। লোকসভা নির্বাচনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও আলোচনা করেই সিদ্ধান্ত জানানো হবে, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement