Talking Bird

সন্ধ্যা নামলেই গলায় শাঁখের আওয়াজ, পাথরপ্রতিমার সুমিতের বন্ধু ‘কথা বলা’ শালিক

বছরখানেক হতে চলল সুমিতের কাছেই ‘মানুষ’ হচ্ছে শালিকছানা ‘টুসু’। বন্ধুর কাছ থেকে টুসু শিখে নিয়েছে টুকরো টুকরো মানুষী-বুলি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
পাথরপ্রতিমা শেষ আপডেট: ১২ জুন ২০২৩ ১৬:২৫
Share:
Advertisement

পাথরপ্রতিমার বাসিন্দা সুমিত বারিক। স্থানীয় এক স্কুলের ক্লাস টেনের পড়ুয়া। বছরখানেক আগে এক ঝড়জলের দিনে গাছের নীচে পড়ে থাকতে দেখে এক শালিকছানাকে। তাকে তুলে নিয়ে আসে সুমিত, পরম যত্নে শালিকছানাটির শুশ্রূষা করে। আদর করে নাম রাখে টুসু। বছর পেরিয়েছে, সুমিত এখন টুসুর কাছের মানুষ। বন্ধুর ভাষাও শিখে নিয়েছে টুসু নামের শালিকটি। দিব্বি নকল করে শাঁখের শব্দও। পশুপাখির সঙ্গে সময় কাটাতে ভাল লাগে সুমিতের, কিন্তু পাকা আস্তানার অভাবে আরও ‘না-মানুষ বন্ধু’ জোটানো হয়ে ওঠে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement